আহমদ শফির মৃত্যুর ঘটনা তদন্তে হাটহাজারী মাদ্রাসা পরিদর্শন করেছে পিবিআই
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০২১
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
হেফাজতে ইসলামের সাবেক আমীর আল্লামা শাহ আহমদ শফির মৃত্যুর ঘটনা তদন্তে হাটহাজারী মাদ্রাসা পরিদর্শন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন-পিবিআই। সকালে পিবিআই এর বিভাগীয় সুপার ইকবাল হোসেনের নেতৃত্বের তদন্ত দল মাদ্রাসায় যান।
সেখানে হেফাজতে ইসলামের বর্তমান আমীর মাওলানা জুনাইদ বাবুনগরীসহ মাদ্রাসার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। পড়ে আল্লামা শফির রুম, অফিসসহ মাদ্রাসার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন তদন্ত কর্মকর্তারা। গেলো বছরের ১৮ ডিসেম্বর ঢাকায় মারা যান হেফাজতে ইসলামের আমীর আল্লামা আহমদ শফি। মৃত্যুর আগে টানা তিনি দিন ছাত্র বিক্ষোভের মুখে হাটহাজারী মাদ্রাসায় অবরুদ্ধ থেকে অসুস্থ হয়ে পড়েন দেশের শীর্ষস্থানীয় এই আলেম। ওই ছাত্রবিক্ষোভে ইন্ধনদাতাদের মানসিক নির্যাতনে আল্লামা শফির মৃত্যু হয়েছে দাবি করে মামলা করেন আল্লামা শফির শ্যালক মোহাম্মদ মঈনুদ্দিন।