দেশে বঙ্গবন্ধুর নির্মিত এবং নির্মাণাধীন সব ভাস্কর্যের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে
- আপডেট সময় : ০৭:১৭:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০২১
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
দেশের প্রতিটি জেলা-উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মিত এবং নির্মাণাধীন ভাস্কর্যের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। নেয়া হয়েছে সিসিটিভি মনিটরিং, সাদা পোশাকের গোয়েন্দা নজরদারিসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা। মঙ্গলবার আদালতে প্রতিবেদন দিয়ে এসব তথ্য জানায় মন্ত্রিপরিষদ বিভাগ এবং পুলিশ মহাপরিদর্শক। প্রতিবেদনে আরো বলা হয়, ১ হাজার ২শ ২০টি ম্যুরাল তৈরী উদ্যোগ নেওয়া হয়, এর মাঝে নির্মাণাধীন ১৯টি ছাড়া বাকিগুলোর নির্মাণকাজ শেষ হয়েছে।
গেল ডিসেম্বরের কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার চেষ্টা করে উগ্রবাদী সাম্প্রদায়িক শক্তি। বিজয়ের মাসে জাতির পিতার প্রতিকৃতিতে সাম্প্রদায়িক গোষ্ঠীর এই আঘাতে দেশজুড়ে উঠে সমালোচনার ঝড়।
এমন পরিস্থিতিতে গেল ৬ ডিসেম্বর বঙ্গবন্ধুর ম্যুরাল এবং ভাস্কর্যের নিরাপত্তা নিশ্চিতে নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন এক আইনজীবী। শুনানি নিয়ে দেশের জেলা উপজেলা সদরে জাতির পিতা সব ম্যুরাল ও ভাস্কর্যের নিরাপত্তা নিশ্চিতে নির্দেশ দেয় হাইকোর্ট।
মঙ্গলবার বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি সাহেদ নুর উদ্দিনের দ্বৈত বেঞ্চ এই প্রতিবেদন দাখিল করে আইজিপি এবং মন্ত্রিপরিষদ বিভাগ। এসময় দেশের প্রতিটি জেলা উপজেলায় স্থাপিত এবং নির্মাণাধীন ভাস্কর্যের তালিকা তুলে ধরা হয়।
এসময় বঙ্গবন্ধুর সব ম্যুরাল ও ভাস্কর্যের নিরাপত্তা নিশ্চিতে গৃহীত পদক্ষেপও তুলে ধরেন তিনি।স্বাধীনতার প্রতীক হিসেবে এই ভাস্কর্য তরুণ প্রজন্মকে উদ্দীপ্ত করবে বলেও মত দেন আইনজীবীরা।