আলাদা সড়ক দুর্ঘটনায় জামালপুর ও ধামরাইয়ে ৩ জন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৩:০৭ অপরাহ্ন, বুধবার, ১৩ জানুয়ারী ২০২১
- / ১৫২৬ বার পড়া হয়েছে
আলাদা সড়ক দুর্ঘটনায় জামালপুর ও ঢাকার ধামরাইয়ে তিনজন নিহত হয়েছে।
জামালপুরের সরিষাবাড়ীতে বাসের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, সকালে বাউশি ব্রীজ সংলগ্ন এলাকায় ট্রাককে অতিক্রম করার সময় বিপরীতদিক থেকে আসা বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় মোটরসাইকেল আরোহী সাইদুর রহমান ও আকাশের। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
ঢাকার ধামরাইয়ে ট্রাক চাপায় মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। সন্ধ্যায় কালামপুর থেকে নিজ বাড়ি ফেরার পথে সূতিপাড়া এলাকায় যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এসময় মানিকগঞ্জগামী একটি ট্রাক তাকে চাপা দিলে মারা যান মোটর সাইকেল আরোহী।