আর্থ-সামাজিক উন্নয়নে নিজ অবস্থানে থেকে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
- আপডেট সময় : ০২:০০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০২১
- / ১৫৪২ বার পড়া হয়েছে
সামাজিক অবিচার ও বৈষম্য দূর করতে সরকার প্রান্তিক জনগোষ্ঠীকে ভাতা প্রদানসহ নানা সহায়তা কার্যক্রম পরিচালনা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপি সরকার এসে নানা উন্নয়ন প্রকল্প বন্ধ করে দেয়ায় দেশ ও জনগণ বঞ্চিত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগের প্রতি জনগনের আস্থা ও বিশ্বাস আছে বলেই দেশে উন্নয়নের ধারা অব্যহত রাখতে পেরেছে সরকার , উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আর্থ-সামাজিক উন্নয়নে অংশীদার হতে প্রত্যেককে নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।
সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা, প্রতিবন্ধী ভাতা, এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি মোবাইলের মাধ্যমে সরাসরি উপকারভোগীদের কাছে পাঠানো কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা, চাঁদপুর, পিরোজপুর, লালমনিরহাট ও নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয় থেকে কর্মকর্তারা ও সুবিধাভোগীরা এতে যোগ দেন।
প্রধানমন্ত্রী বলেন, আর্থসামাজিক উন্নয়নে মানুষের জন্য কাজ করাই তার সরকারের লক্ষ্য। তবে এ কাজে সরকার একা নয়, প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।সরকার প্রধান তার বক্তব্যে সামাজিক নিরাপত্তা ও তৃণমূলে অনগ্রসর জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে সরকারের দীর্ঘমেয়াদী উদ্যোগের বিস্তারিত তুলে ধরেন।
নির্ধারিত লক্ষ্য অনুযায়ি দেশ ক্ষুধা ও দারিদ্রমূক্ত হবে, এমন দৃঢ় উচ্চারণ প্রধানমন্ত্রীর। তিনি বলেন, এ উন্নয়নের পেছনে আছে আওয়ামী লীগের প্রতি জনগনের আস্থা ও বিশ্বাস।পরে বিভিন্ন জেলার তৃণমুলের সুবিধাভোগীদের বাস্তব অবস্থা ও অভিজ্ঞতার কথা শোনেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।