দেশের কল্যাণকর যে কোন কাজকে প্রশ্নবিদ্ধ করাই বিএনপির স্বভাব : ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৭:০২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০২১
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
দেশের কল্যাণকর যে কোন কাজকে প্রশ্নবিদ্ধ করাই বিএনপির স্বভাব বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে সরকারি বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, এখন করোনা ভ্যাকসিন নিয়ে নতুন করে অপপ্রচার চালাচ্ছে তারা। এ সময় পৌর নির্বাচনে দলের শৃঙ্খলা ও স্বার্থ পরিপন্থী এবং সংগঠন বিরোধী কাজ ক্ষমার অযোগ্য উল্লেখ করে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন তিনি।
বৃহস্পতিবার সকালে সরকারি বাসভবন থেকে সমসাময়িক বিভিন্ন বিষয়ে গণমাধ্যমে ব্রিফিং করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি অভিযোগ করে বলেন, করোনার শুরুতে যারা ব্যাপক অপপ্রচার চালিয়েছিলো, তারাই এখন নতুন করে অপপ্রচার শুরু করছে করোনা ভ্যাকসিন নিয়ে।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, স্থানীয় সরকার বা অন্য কোন নির্বাচনে দলের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতাকারীদের ব্যাপারে দলীয় সভাপতি ও আওয়ামী লীগের অবস্থান স্পষ্ট।
দলের সিদ্ধান্ত না মানলে ভবিষ্যতে শুধু মনোনয়ন বঞ্চিতই নয়, দলের গুরুত্বপূর্ণ কোন পদ পাবেন না বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এদিকে, বিকেলে কুষ্টিয়ার বাসভবনে সরকার পতন ও করোনা ভ্যাকসিন নিয়ে বিএনপির বিভিন্ন অভিযোগের জবাব দেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।