শেখ হাসিনা তার তাবেদার নিয়োগ করে নির্বাচন কমিশন গঠন করেছেন : রিজভী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৩০:২৬ অপরাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
জনগণ ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করবেন– সেই পরিস্থিতি আওয়ামী লীগ আমলে বাংলাদেশ থেকে নিরুদ্দেশ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী সন্ত্রাস ও পুলিশী তান্ডবের প্রতিবাদে কুড়িগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এসময় রিজভী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার তাবেদার নিয়োগ করে নির্বাচন কমিশন গঠন করেছেন। এ নির্বাচন কমিশন সরকারের রাবার স্ট্যাম্প। এরা অবৈধ ফলাফলকে বৈধতা দেবার জন্য সিলমোহর হিসেবে কাজ করছে। তাই এই নির্বাচন কমিশনের ওপর জনগণের কোনো আস্থা নেই। সংবাদ সম্মেলনে এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি মোস্তাফিজার রহমান, শফিকুল ইসলাম বেবু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হাসনাইন কায়কোবাদসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।