সাঈদ খোকনের বক্তব্যকে মিথ্যা ও কুরুচিপূর্ণ উল্লেখ করে দল থেকে বহিষ্কারের দাবি
- আপডেট সময় : ০৯:২৯:৪২ অপরাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের বিরুদ্ধে সাবেক মেয়র সাঈদ খোকনের বক্তব্যকে মিথ্যা ও কুরুচিপূর্ণ উল্লেখ করে দল থেকে খোকনের বহিষ্কার দাবি করেছে ধানমন্ডি থানা আওয়ামী লীগ।
সাঈদ খোকনের বক্তব্য দলের ও বর্তমান মেয়রেরও মানহানী করেছে বলেও উল্লেখ করেন তারা। আর তাই খোকনের শাস্তির দাবিতে বিকেলে ধানমণ্ডির রবীন্দ্র সরোবর এলাকায় বিক্ষোভে ফেটে পড়েন তারা। এসময় বিক্ষোভ সভায় যোগ দেয় ধানমন্ডি থানা যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতারা। বক্তব্যে সাবেক মেয়র সাঈদ খোকনকে দুর্নীতিবাজ উল্লেখ করে নেতারা বলেন, শেখ ফজলে নূর তাপসের সংস্কারমূলক কাজকে বাধাগ্রস্ত করতেই এই হিংসাত্মক অপপ্রচার। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে দুর্নীতিমুক্ত করতে মেয়র তাপসের পদক্ষেপকে স্বাগত জানিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতারা বলেন, এই উন্নয়নের পথে অন্তরায় কাউকেই ছাড় দেয়া উচিত হবে না।