বাংলাদেশি কোনো নাগরিক যদি সৌদি রোহিঙ্গা পরিচয়ে গিয়ে থাকে তাহলে তাকে পাসপোর্ট দেয়া হবে
- আপডেট সময় : ১০:০৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৭ জানুয়ারী ২০২১
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, বাংলাদেশি কোনো নাগরিক যদি সৌদি আরবে রোহিঙ্গা পরিচয়ে গিয়ে থাকে, তাহলে অবশ্যই তাকে বাংলাদেশি পাসপোর্ট দেয়া এবং নবায়ন করা হবে। তবে রোহিঙ্গা- যারা বাংলাদেশি পরিচয়ে পাসপোর্ট নিয়ে সৌদি গেছে, তারা যদি পাসপোর্ট রিনিউয়ের আবেদন করে, তাহলে সেটি প্রত্যাখ্যাত হবে।
দুপুরে ঢাকার ওয়েস্টিন হোটেলে- বাংলাদেশে রোহিঙ্গা ও স্বাগতিক সম্প্রদায়ের জন্য কিং সালমান রিলিফ সেন্টারের পাঠানো ৩০ হাজার ঝুড়ি খাদ্য বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী একথা বলেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, রোহিঙ্গা সমস্যা আজকের নয়। ৫০/৬০ বছর আগেও রোহিঙ্গারা বাংলাদেশে এসেছিল। সৌদি আরবও রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে। এজন্য সৌদির একটি শহরে রোহিঙ্গাদের ক্যাম্প করে থাকতে দিয়েছে সে দেশের সরকার। তবে বাংলাদেশে এবার একসাথে এসেছে ১১ লাখ রোহিঙ্গা। এটা বিরাট একটা ফ্যাক্ট। কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা এবং স্বাগতিক দরিদ্র সম্প্রদায়ের মধ্যে একটি প্রকল্পের মাধ্যমে ৩০ হাজার ফুড বাস্কেট পাঠানোর জন্য সৌদি বাদশাকে ধন্যবাদ জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট থাকবে।