আলাদা সড়ক দুর্ঘটনা ৬ জন নিহত
- আপডেট সময় : ০১:২৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
আলাদা সড়ক দুর্ঘটনায় গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা ও মানিকগঞ্জে ৬ জন নিহত হয়েছে।
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই রিকশা আরোহী নিহত হয়েছে। গেলরাতে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ শহরতলীর মান্দারতলায় একটি মাছবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রিকশার ওপরে পড়লে, রিকশারোহী দুই যাত্রী নিহত হয়।
চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের হাতিকাটা মোড়ে মোটরসাইকেল ও আলমসাধুর সংঘর্ষে দু’জন নিহত হয়েছে। পুলিশ জানায়, আব্দুল্লাহ আল মাসুম ও তার স্ত্রী লিভা খাতুন চুয়াডাঙ্গা থেকে মেহেরপুর যাওয়ার পথে হাতিকাটা মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি ইটবোঝাই ট্রলির সংঘর্ষ হলে তারা দুজনেই গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নেয়ার পথে তারা মারা যায়।
সাতক্ষীরায় মোটরসাইকেল ও ইজিবাইকের সংঘর্ষে মোটরসাইকেল চালক মেজবাহ উদ্দিন নিহত হয়েছে। সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের দক্ষিণ আলিপুর ঈদগাহ সংলগ্ন এলাকায় এ দুর্টঘনা ঘটে।
এদিকে, মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় সিংগাইর-হেমায়েতপুর সড়কের কিটিংচর এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় শাহ আলম নামে একজন নিহত হয়েছে।