বিএনপি নেতারা এখনো শীতনিদ্রায় রয়েছে : ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৬:৪৮:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১
- / ১৬০৭ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নেতারা এখনো শীতনিদ্রায় রয়েছে। তারা হঠাৎ ঘুম থেকে জেগে চিরাচরিত মিথ্যাচারের রেকর্ড বাজাচ্ছে। এ সময় প্রত্যাখাত বিএনপি বারবার প্রতারণা ও চাতুর্যের আশ্রয় নিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক উপকমিটি আয়োজিত আলোচনা সভায় সরকারি বাসভবন থেকে দেয়া ভার্চুয়াল বক্তব্যে একথা বলেন দলের সাধারণ সম্পাদক।
মঙ্গলবার সকালে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক উপ-কমিটি আয়োজিত আলোচনা সভায় সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এ সময় বিএনপির নেতিবাচক রাজনীতির সমালোচনা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
স্বাধীনতা বিরোধী অপশক্তির পৃষ্ঠপোষকতায় উগ্র সাম্প্রদায়িকতা দেশের হাজার বছরের লালিত ঐতিহ্যকে নষ্ট করতে চায় বলেও মন্তব্য করেন সেতুমন্ত্রী।
এছাড়া বিভক্ত মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ করে অভিন্ন প্ল্যাটফর্মে নিয়ে আসার প্রত্যয় ব্যক্ত করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।