যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে বুধবার শপথ নেবেন জো বাইডেন
- আপডেট সময় : ০৮:১১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে বুধবার শপথ নেবেন জো বাইডেন।
গত ৩রা নভেম্বরের নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। বুধবার যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন তিনি। ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিসও এসময় শপথ নেবেন। নির্বাচনে ৩০৬টি ইলেকটোরাল ভোট পেয়ে জয় নিশ্চিত করেন বাইডেন। আর ট্রাম্প পান ২৩২ ইলেকটোরাল ভোট। তবে ফলাফল নিশ্চিত হওয়ার পরও পরাজয় মানতে নারাজ ছিলেন ট্রাম্প। ভোট জালিয়াতির অভিযোগ এনে একের পর এক বিভিন্ন অঙ্গরাজ্যে ভোট পুনর্গণনার আবেদন করতে থাকে ট্রাম্প শিবির। তবে এতে ভোটের ফলাফলে কোনো পরিবর্তন আসেনি। গেল ৬ই জানুয়ারি জো বাইডেনকে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে কংগ্রেসে যৌথ অধিবেশনে বসেন দেশটির আইন প্রণেতারা।