৩০ জানুয়ারি তৃতীয় ধাপে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে
- আপডেট সময় : ০১:৪২:৫৯ অপরাহ্ন, বুধবার, ২০ জানুয়ারী ২০২১
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
৩০ জানুয়ারি তৃতীয় ধাপে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায়, এখন শুধু সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ভোট হবে।বেশ জোরে-শোরে প্রচারনা চালাচ্ছে তারা। প্রস্তুতিও প্রায় সম্পন্ন করে ফেলেছে নির্বাচন অফিস।
টুঙ্গিপাড়া পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী শেখ তোজাম্মেল হক টুটুল বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচতি হয়েছেন। সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে ভোট হবে ৩০ জানুয়ারি। কাউন্সিলর পদে ২৫ ও সংরক্ষিত কাউন্সিলরে ১০ প্রার্থী ভোট যুদ্ধে নেমেছেন। পৌরসভার আলি-গলি, মাঠ-ঘাট চষে বেড়াচ্ছে প্রার্থীরা।
মেয়র নির্বাচিত হয়ে গেলেও, ভোটে আগ্রহ কমেনি ভোটারের। যোগ্য প্রার্থীকে ভোট দেয়ার কথা ভাবছেন ভোটাররা। পৌরবাসীর উন্নয়নে ভূমিকা রাখার কথা জানান, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত আওয়ামী লীগের মেয়র প্রার্থী। নির্বাচনের প্রস্তুতির কথা জানান, জেলা নির্বাচন কর্মকর্তা। টুঙ্গিপাড়া পৌরসভার মোট ভোটার ৯ হাজার ৩৩৭ জন।