জমিসহ বাড়ি নির্মাণের প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশে দারিদ্র্য কমবে
- আপডেট সময় : ০৭:১৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১
- / ১৫৪০ বার পড়া হয়েছে
সারাদেশে আট লাখ পঁচাশি হাজার ৬২২টি গৃহহীন পরিবারকে জমিসহ বাড়ি নির্মাণের প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশে দারিদ্র্য কমবে এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা- এসডিজি অর্জন সহজ হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। আশ্রয়ন প্রকল্প ২-এর আওতায় ১ হাজার ১শ’ ৬৮ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পে প্রতি পরিবার পাবে ২ শতাংশ জমিসহ দুই কক্ষের একটি ঘর।
মুজিববর্ষে বাংলাদেশে একটি মানুষও গৃহহীন থাকবে না- এমন অঙ্গীকার বাস্তবায়ন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সারাদেশে ৬৪টি জেলার ৪৯২টি উপজেলায় এবার ৬৬ হাজার ১৮৯ টি একক ঘর ও ৩ হাজার ৭শ ১৫টি ব্যারাক ঘর নির্মাণ করে দিচ্ছেন তিনি। ইতোমধ্যে আশ্রয়ন প্রকল্প-১ এর আওতায় ২০ হাজার ৫২টি পরিবারকে ঘর হস্তান্তর করা হয়েছে। এবার তার সাথে যুক্ত হচ্ছে দুর্যোগ সহনীয় আবাসন ও গুচ্ছগ্রাম প্রকল্প। হতদরিদ্র ভূমি ও গৃহহীন এসব মানুষ পাচ্ছে জমিসহ ঘরের মালিকানা। ২৩ জানুয়ারী এই বিশাল কর্মযজ্ঞের উদ্বোধন করবেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।
বৃহস্পতিবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মুখ্য সচিব কায়কাউস আহমেদ সাংবাদিকদের জানান, দুই হাজার একরেরও বেশি খাস জমিতে এই প্রকল্প বাস্তবায়িত হলে দেশে দারিদ্র কমবে।মুখ্য সচিব আরো জানান, কেবল বাড়িই নয়, সুবিধাভোগীদের আয়ের উৎস করে দিতে প্রশিক্ষণ ও ঋণের ব্যবস্থাও থাকছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব তোফাজ্জল হোসেন জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজস্ব নকশায় নির্মিত এই বাড়িগুলো সুবিধাভোগীদের জীবনযাত্রা পালটে দেবে।