করোনা ভ্যাকসিন নকল ঠেকাতে দাম নিয়ন্ত্রণে রাখতে সরকারের প্রতি আহবান
- আপডেট সময় : ০৩:৫৫:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১
- / ১৫২৫ বার পড়া হয়েছে
করোনা ভ্যাকসিন নকল ঠেকাতে দাম নিয়ন্ত্রণে রাখতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন গণস্বাস্থ্যে কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, ভ্যাকসিনের দাম যত বেশি হবে, ততো বেশি নকলের ছড়াছড়ি হবে। করোনার টিকায় জনগণের আস্থা অর্জনে প্রধানমন্ত্রীকে প্রথমে টিকা গ্রহণ করে দেশবাসীকে এ টিকা নেয়ার আহবান জানানোর জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্শন করেন তিনি।
সকালে ধানমন্ডিতে গণস্বাস্থ্ নগর হাসপাতালে করোনা টিকার সুষ্ঠু ব্যবস্থাপনা শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।এসময় করোনা ভ্যাকসিন বেসরকারিভাবে না দেয়ারও কথাও তুলে ধরেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। ভারতের করোনা ভ্যাকসিন পরীক্ষা করে প্রয়োগ করার আহবানও জানান তিনি। টেন্ডারবিহীনভাবে ভারত থেকে ৩ কোটি ডোজ টিকা আনার প্রক্রিয়া ভুল ও অন্যায় বলেও দাবি করেন তিনি। দেশের মানুষের স্বাস্থ্য নিয়ে প্রতারণা না করতে সরকারের প্রতি জোর দাবি জানান তিনি।