রাজধানীর বাজারে দফায় দফায় বাড়ছে ভোজ্যতেল সয়াবিন ও পাম অয়েলের দাম
- আপডেট সময় : ০৪:০৪:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১
- / ১৫৩০ বার পড়া হয়েছে
রাজধানীর বাজারে দফায় দফায় বাড়ছে ভোজ্যতেল সয়াবিন ও পাম অয়েলের দাম । প্রতি লিটার বিক্রি হচ্ছে ১৩০ টাকায়। ব্যবসায়ীরা বলছেন, বিশ্ববাজারে ভোজ্যতেলের দাম বাড়ছে সেই প্রভাব পড়েছে দেশে তেলের বাজারে । এদিকে এক সপ্তার ব্যবধানে সব ধরণের মুগীর দাম কেজিতে বেড়েছে ৪০ থেকে ৪৫ টাকা। অন্যদিকে সরবরাহ কম তাই ৬০ থেকে ৭০ টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে সব ধরণের মাছ ।
রাজধানীর বাজারে সরবরাহ বেশী থাকায় শিম টামেটো আলু বেগুনসহ সব ধরণের সবজির কেজি ২০ থেকে ২৫ টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে ।
মাছের বাজারে ঘন কুয়াশার কারণে সরবরাহ কম, তাই ইলিশ রুই কাতলা ও ছোট মাছের কেজি ৬০ থেকে ৭০ টাকা বাড়তি দামে বিক্রি করছে ব্যবসায়ীরা ।
এদিকে প্রায় এক মাস হলে দফায় দফায় সয়াবিন তেলের দাম বেড়ে এখন লিটার বিক্রি হচ্ছে ১৩০ টাকা । ব্যবসায়ীরা জানান, আন্তর্জাতিক দাম বাড়ায় প্রভাব পড়েছে দেশে ভোজ্য তেলের বাজারে ।
গরুর মাংস আগের দামে বিক্রি হলেও খাসির মাংস বিক্রি হচ্ছে ৯ থেকে সাড়ে ৯ শ টাকায়। আর এক সপ্তার ব্যবধানে সব ধরণের মুগীর দাম কেজিতে বেড়েছে ৪০ থেকে ৪৫ টাকা।