নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছে খুলনার পাইকগাছা পৌরসভার মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা
- আপডেট সময় : ০৭:২১:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছে খুলনার পাইকগাছা পৌরসভার মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। বাড়ির আঙ্গিনা থেকে শুরু করে পাড়া-মহল্লায় চলছে আলোচনা। এদিকে, সাতক্ষীরার কলারোয়া পৌর নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি’র বিদ্রোহী মেয়র প্রার্থীরা একে অপরের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। দুই দলের অভ্যন্তরীন কোন্দলে একাধিক প্রার্থী থাকায় কেউই নেই সুবিধাজনক অবস্থানে।
প্রতীক পাওয়ার পর, সুন্দরবন উপকূলে পাইকগাছা পৌরসভা নির্বাচন জমে উঠেছে। প্রার্থীরা নানা প্রতিশ্রুতি দিলেও, যোগ্য ব্যক্তিকেই বেছে নেবেন বলে জানিয়েছে ভোটাররা। অসুস্থ্যতা দেখিয়ে শেষ সময়ে বিএনপি’র মেয়র প্রার্থী নির্বাচন থেকে সরে গেছে। এতে সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা জানিয়েছে কাউন্সিলর প্রার্থীরা। আওয়ামী লীগের মেয়র প্রার্থীর সঙ্গে এখন প্রতিদ্বন্দ্বিতা করছে কমিউনিস্ট পার্টি। সুষ্ঠু নির্বাচনের সব রকম ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান, জেলা নির্বাচন কর্মকর্তা। ৩০ জানুয়ারির এই নির্বাচনে মেয়র পদে দুই, সাধারণ কাউন্সিলরে ৩৩ এবং সংরক্ষিত কাউন্সিলরে ১২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তৃতীয় ধাপে সাতক্ষীরার কলারোয়া পৌরসভারও নির্বাচন হবে। ভোটের দিন এগিয়ে আসার সাথে সাথে বিদ্রোহী মেয়র প্রার্থীরা গ্রুপিংয়ে জড়িয়ে পড়ছে। আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত বিদ্রোহী প্রার্থী সাজেদুর রহমান খান চৌধুরী জানান, জনগনের চাপে ভোটে দাঁড়িয়েছেন তিনি। বিদ্রোহীকে সহযোগিতা করলে দল থেকে নেতা-কর্মীদের বহিষ্কার করা হবে বলে জানান, আওয়ামী লীগের মেয়র প্রার্থী। রাতের পরিবর্তে সকালে কেন্দ্রে ব্যালট পেপার পাঠানোর অনুরোধ জানিয়েছেন বিএনপি’র মেয়র প্রার্থী। মাদক ও সন্ত্রাসমুক্ত শহর গড়তে যে কার্যকর পদক্ষেপ নেবেন, তাকেই ভোট দিতে চান পৌরবাসী।