ক্ষুধার্ত ও গৃহহীন থাকবে না একজন মানুষও অঙ্গীকার প্রধানমন্ত্রীর
- আপডেট সময় : ০১:৪৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৩ জানুয়ারী ২০২১
- / ১৫৩০ বার পড়া হয়েছে
স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী ও মুজিববর্ষে, একটি মানুষও ক্ষুধার্ত ও গৃহহীন থাকবে না বলে আবারো অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বঙ্গবন্ধু বেঁচে থাকলে বাংলাদেশ ও জনগণের ভাগ্য অনেক আগেই উন্নত হতো। মুজিববর্ষ উপলক্ষ্যে সারাদেশে ৪৯২টি উপজেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৬৯ হাজার ৯০৪ টি একক ঘর জমিসহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ঠিকানাহীন এসব মানুষের জন্য মুজিববর্ষের সবচেয়ে বড় উৎসব এই আশ্রয়ন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সারাদেশে ৪৯২টি উপজেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ ৬৯ হাজার ৯০৪ টি বাড়ি তৈরী করে দিচ্ছে সরকার। মুজিববর্ষে কেউ গৃহহীন থাকবে না- এ লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে আশ্রায়ন-২ প্রকল্পের আওতায় চলমান কর্মসূচির প্রথম পর্যায়ে সারাদেশে ঘর পেলো এসব নিঃস্ব পরিবার। এই প্রকল্পে এখন পর্যন্ত প্রায় নয় লাখ পরিবারকে তালিকাভূক্ত করেছে শেখ হাসিনা সরকার।
শনিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সে আনুষ্ঠানিক ভাবে ঘর বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন টানা তিন বারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় প্রধানমন্ত্রী বলেন, ৭৫ পরবর্তী অবৈধ শাসকেরা জনগনের গণতান্ত্রিক অধিকার ও উন্নয়নের অধিকার কেড়ে নিয়েছিল। সরকার প্রধান আরো বলেন, বঞ্চিত মানুষের দুঃখ ঘোঁচাতে বঙ্গবন্ধুর গুচ্ছগ্রাম পরিকল্পনাকেই আশ্রয়ণ প্রকল্পে রুপ দিচ্ছে সরকার। বক্তব্যে প্রধানমন্ত্রী আশ্বাস দেন, এই সুবিধা পাবে বঞ্চিত সব শ্রেণীর মানুষ।
গণমানুষের আর্থ-সামাজিক উন্নয়নই আওয়ামী লীগের রাজনীতির কেন্দ্রবিন্দু উল্লেখ করেন বঙ্গবন্ধুকন্য শেখ হাসিনা। সরকারের হিসাব মতে, বিভাগ অনুযায়ি ঢাকায় ১ লাখ ২৯ হাজার ১৯৭, ময়মনসিংহে ৩৬ হাজার ৩, চট্টগ্রামে ১ লাখ ৬১ হাজার ২৯৭, রংপুরে ১ লাখ ৮৩ হাজার ৮৩৪, রাজশাহীতে ৯৬ হাজার ৫০৪, খুলনায় ১ লাখ ৪২ হাজার ৪১১, বরিশালে বিভাগে ৮০ হাজার ৫৮৪ এবং সিলেটে ৫৫ হাজার ৬২২টি গৃহহীন পরিবার রয়েছে। যারা আগামী দুই বছরের মধ্যে এই প্রকল্পের সুবিধা পাবেন।