দেশে করোনার ভ্যাকসিন আসলেও তা নিয়ে সরকারের কোন নীতিমালা নেই : জাপা মহাসচিব
- আপডেট সময় : ০৮:১৫:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৩ জানুয়ারী ২০২১
- / ১৫২৬ বার পড়া হয়েছে
দেশে করোনার ভ্যাকসিন আসলেও তা নিয়ে সরকারের কোন রোডম্যাপ ও নীতিমালা নেই বলে জানিয়েছেন জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু। তিনি বলেন, দেশের মানুষ জানতে চায়- কারা বিনামূল্যে ভ্যাকসিন পাবেন এবং কীভাবে দেশের সব মানুষকে ভ্যাকসিন দেয়া হবে। দেশের প্রতিটি মানুষকে বিনামূল্যে ভ্যাকসিন দিতে সরকারের প্রতি আহবান জানিয়ে জাতীয় পার্টি মহাসচিব আরো বলেন, অন্যথায় দেশে নকল ভ্যাক্সিনের ছড়াছড়ি হবে।
দুপুরে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে জাতীয় তরুণ পার্টি ঢাকা মহানগর উত্তরের প্রথম দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। এসময় সরকারী দলের অন্তর্কলহ প্রকাশ্যে চলে এসেছে জানিয়ে তিনি বলেন, এই অশনি সংকেত ভালো নয়। এতে সাধারণ মানুষের মাঝে ভীতি ও অনাস্থা বাড়ছে। তিনি বলেন, সরকার দলীয়রা নিজেদের স্বার্থ নিয়ে এতটাই ব্যস্ত যে, জনগণের স্বার্থ নিয়ে ভাবনার সময় নেই তাদের। অবস্থা এমন হয়েছে যে, বিরোধী দলের আর কিছুই বলতে হচ্ছে না, নিজেরাই নিজেদের অপকর্ম প্রকাশ্যে তুলে ধরছেন। বাবলু আরো বলেন, নির্বাচনে সন্ত্রাস হচ্ছে, প্রার্থী খুন হচ্ছে। এমন নির্বাচন জনগণ চায় না। বর্তমান নির্বাচন কমিশন গ্রহণযোগ্য নির্বাচন করতে ব্যর্থ হয়েছে বলেও জানান তিনি।