নতুন করে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করছে জো বাইডেন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৪০:০৮ অপরাহ্ন, সোমবার, ২৫ জানুয়ারী ২০২১
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
ক্ষমতায় এসেই নতুন করে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বিদায়ী ট্রাম্প প্রশাসন দেশটির স্বাস্থ্য বিভাগের পরামর্শের তেমন তোয়োক্কা না করলেও করোনার ব্যাপারে বাইডেনের অবস্থান বেশ স্পষ্ট।
বিদায়ী ট্রাম্প প্রশাসন জানিয়েছিল, ২৬ জানুয়ারি থেকে ব্রাজিল ও ইউরোপের ওপর আরোপিত নিষেধাজ্ঞা আর থাকবে না। সোমবার থেকে নতুন এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। এতে করোনা ঝুঁকিতে থাকা ইউরোপের ২৬টি দেশসহ ব্রাজিল, যুক্তরাজ্য, আয়ারল্যান্ডের নাগরিক মার্কিন মুলুকে প্রবেশ করতে পারবে না। রোববার নতুন এই কড়াকড়ি আরোপের ফলে দক্ষিণ আফ্রিকাসহ মার্কিন নাগরিকদের ছাড়া যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেয়া হবে না। এদিকে, হোয়াইট হাউজের চিফ অব স্ট্রাফ রন ক্লেইন অভিযোগ করেছেন, করোনা প্রতিরোধে ট্রাম্প প্রশাসনের কোন রকম পরিকল্পনাই ছিলনা।