চসিক নির্বাচনঃ প্রচারনার শেষ দিনেও দুই দলের পাল্টা-পাল্টি অভিযোগ
- আপডেট সময় : ০৭:৩১:০৮ অপরাহ্ন, সোমবার, ২৫ জানুয়ারী ২০২১
- / ১৫২৫ বার পড়া হয়েছে
চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে প্রচারণার শেষ দিনেও পাল্টা অভিযোগের মধ্য দিয়ে সময় পার করলো আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত দুই মেয়র প্রার্থী। বিএনপির প্রার্থী ডা. শাহাদাত হোসেনের দাবি- প্রশাসন ও বহিরাগতদের ব্যবহার করে জনগণের রায় ছিনিয়ে নেয়ার প্রস্তুতি নিয়েছে আওয়ামী লীগ। আর আওয়ামী লীগের রেজাউল করিম চৌধুরী বলছেন, নির্বাচনকে বিতর্কিত করতে মিথ্যাচার করছে বিএনপি।
ক’ঘন্টা পরই শেষ হচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচার প্রচারণা। টানা ১৮ দিন মাঠ-ঘাট চষে বেড়িয়ে শেষ দিনে দুই প্রার্থীই করলেন পাল্টা-পাল্টি অভিযোগ। সকালটা সংবাদ সম্মেলন দিয়ে শুরু করেন বিএনপি’র প্রার্থী ডা. শাহাদাত হোসেন। আসন্ন নির্বাচনে ভয়ভীতি প্রদর্শনে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করার অভিযোগ আনেন তিনি। কেন্দ্র দখলে শেষ মুহুর্তে নগরীতে বহিরাগত সন্ত্রাসীদের আনাগোনা বেড়ে গেছে বলেও অভিযোগ তার।
পরে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার সঙ্গে দেখা করে করে নির্বাচনী প্রচারণার সময় গ্রেফতারকৃত ৬৯ জন নেতাকর্মীর মুক্তির দাবিতে স্মারকলিপি দেন তিনি। এদিকে শেষ দিনেও গণসংযোগ শেষে বহদ্দারহাটের বাসভবনে সাংবাদিকদের মুখোমুখি হন আওয়ামী লীগের মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী। বলেন, নির্বাচনকে বিতর্কিত করতে অগ্নি সন্ত্রাসীরা মাঠে নেমেছে।
আর রিটার্নিং কর্মকর্তার দাবি এপর্যন্ত যত অভিযোগ এসেছে তার অধিকাংশেরই নিষ্পত্তি করা হয়েছে। সুষ্ঠু অবাধ ও শান্তীপুর্ণ নির্বাচন অনুষ্ঠানে নিজেদের আন্তরিকতার কথাও জানান তিনি।
এদিকে, ভোটারদের কৌতুহল মেটাতে সবগুলো কেন্দ্রে ইভিএম মেশিনে মক ভোটিং নিয়েছে কমিশন। ভোটারদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দিয়েছেন নির্বাচন কর্মকর্তারা।