ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় পিকআপ ভ্যান চালকসহ দুইজন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় পিকআপ ভ্যান চালকসহ দুইজন নিহত হয়েছেন।
সোমবার রাতে জেলা সদর ও সরাইল উপজেলায় এ দূর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, নাসিরনগর থেকে পিকআপ ভ্যান নিয়ে ব্রাহ্মণবাড়িয়া ফেরার পথে সরাইলের কালিকচ্ছ ইউনিয়নের সুর্যকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে পিকআপটি ধাক্কা খায়। এতে আহত পিকআপ ভ্যান চালক হাকিমকে হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, সদর উপজেলায় সড়ক পারাপারের সময় মাইক্রোবাসের ধাক্কায় আবু সায়েদ নামের একজন বৃদ্ধ নিহত হয়েছে। সন্ধ্যায় বিরাসার-লালপুর সড়কে এ দুর্ঘটনার ঘটনা ঘটে।