মৌলভীবাজার পৌরসভার নির্বাচন থেকে সড়ে দাঁড়ানোর ঘোষণা দিলেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী
- আপডেট সময় : ০৭:০৯:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জানুয়ারী ২০২১
- / ১৫২৮ বার পড়া হয়েছে
মৌলভীবাজার পৌরসভার নির্বাচন থেকে সড়ে দাঁড়ানোর ঘোষণা দিলেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মোহাম্মদ অলিউর রহমান।
সকালে মৌলভীবাজার প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। কাল ৩০ জানুয়ারি ওই পৌরসভার নির্বাচন। তার আগেই বিএনপি মনোনিত মেয়র প্রার্থীর সরে যাওয়ার ঘোষণায় নির্বাচনে একক প্রার্থী হিসাবে বর্তমান আওয়ামী লীগ মনোনিত প্রার্থী ফজলুর রহমান মেয়র নির্বাচিত হতে যাচ্ছেন। বিএনপি মেয়র প্রার্থী বলেন, আওয়ামী ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেপ্তারের জন্য ২৪ ঘন্টার আল্টিমেটাম দেয়া হয়েছিলো। তবে এ বিষয়ে রিটার্নিং অফিসার বা প্রশাসন কোন পদক্ষেপ নেয়নি। তিনি আরো বলেন, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরিতে প্রশাসন কোন উদ্যোগ গ্রহণ করেনি। তাই নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত নিয়েছে জেলা বিএনপি। সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, সহ সভাপতি ফয়জুল করিম ময়ূনসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন