মানবাধিকার লঙ্ঘনকারীরা কঠোর শাস্তি পাবে : আইনমন্ত্রী
- আপডেট সময় : ০৮:৪৫:৫৩ অপরাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০২১
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
দেশে যারাই মানবাধিকার লঙ্ঘন করবে, তাদেরই আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেয়া হবে বলে হুঁশিয়ারী দিয়েছেন আইন ও বিচার মন্ত্রী আনিসুল হক। আর সারাদেশে ৭০ হাজার গৃহহীন-ভূমিহীনের মাঝে সরকারের বিনামূল্যে গৃহ প্রদান কার্যক্রম মানবাধিকার প্রতিষ্ঠারই অনন্য নজির বলে মন্তব্য করেছেন স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী। জাতীয় মানবাধিকার কমিশনের পুরস্কার বিতরণী সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে এসব কথা বলেন তারা।
মুজিব শতবর্ষ উপলক্ষে জাতীয় মানবাধিকার কমিশন আয়োজিত ‘বঙ্গবন্ধু ও মানবাধিকার’ শীর্ষক রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয় ভার্চুয়ালি।
এতে যোগ দিয়ে আইন ও বিচার মন্ত্রী আনিসুল হক বলেন, দেশে মানবাধিকার লঙ্ঘনকারীদের বিষয়ে সরকারের অবস্থান কঠোর।
দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে মানবাধিকার প্রতিষ্ঠার বিকল্প নেই বলে জানান, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান।
আর জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, বঙ্গবন্ধু জনগণের অর্থনৈতিক ও রাজনৈতিক মুক্তির লক্ষ্যে সারাজীবন লড়াই-সংগ্রাম চালিয়েছেন। তার এ সংগ্রাম এখনও চালিয়ে যাচ্ছেন তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দেশব্যাপী অনুষ্ঠিত ‘বঙ্গবন্ধু ও মানবাধিকার’ শীর্ষক রচনা প্রতিযোগিতায় নবম থেকে দ্বাদশ শ্রেণির ৫২ হাজারের বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করে। এদের মধ্যে বিজয়ী বিশজন শিক্ষার্থীকে স্পীকারের পক্ষে পুরস্কার প্রদান করেন বিভাগীয় কমিশনারগণ।