নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলার ঘোষণা ডা. শাহাদাত হোসেনের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৪:৩০ অপরাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০২১
- / ১৫৩০ বার পড়া হয়েছে
ভোট ডাকাতির অভিযোগ এনে নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলার ঘোষণা দিয়েছেন চসিক নির্বাচনে বিএনপি’র পরাজিত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন।
ভোট কারচুপির চিত্র তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিএনপির সঙ্গে প্রতারণা করেছে নির্বাচন কমিশন। সরকারি দলের ক্যাডারদের নিয়ে জনগণের ভোট ডাকাতি করেছে। ঘন্টায় ঘন্টায় কাউন্টিং ভোটের পার্সেন্টেস দেয়ার কথা থাকলেও নির্বাচন কমিশন তা দেয়নি। হাতে লেখা ফরমের মাধ্যমে ২২ ভোটকে ২২’শ ভোট দেখিয়ে ভৌতিক ফলাফল দেয়া হয়েছে বলে দাবি করেন তিনি। এ সব বিষয়ে কমিশনের কাছে জবাব চাওয়ার কথা জানিয়ে তিনি বলেন, জবাব না দিলে তাদের বিরুদ্ধে মামলা করা হবে।