দুর্নীতি ও অর্থপাচারের সঙ্গে সরকার দলীয় লোকজন জড়িত: জি এম সিরাজ
- আপডেট সময় : ০৭:২৩:০৫ অপরাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০২১
- / ১৫৩২ বার পড়া হয়েছে
দুর্নীতি ও অর্থপাচারের সঙ্গে সরকার দলীয় লোকজন জড়িত বলে অভিযোগ করেছেন বিএনপি’র সংসদ সদস্য জি এম সিরাজ। সকালে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে তাঁর বক্তব্য নিয়ে বহুদিন পর উত্তপ্ত হয়ে ওঠে সংসদ। এমপি সিরাজ রাষ্ট্রপতির ভাষণের ওপর সমালোচনা করলে এ পরিস্থিতির অবতারণা হয়। বিএনপির এমপি বলেন, অর্থ পাচারকারীরা সরকারের মদদপুষ্ট। তারা সরাসরি সরকারের সঙ্গে সম্পৃক্ত।
এ সময় আওয়ামী লীগের সংসদ সদস্যরা তার বক্তব্যের প্রতিবাদ জানান। এতে সংসদে ব্যাপক হইচই শুরু হয়। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে উপস্থিত ছিলেন। পরে বগুড়ার এই সংসদ সদস্য তার বক্তব্যের শেষে সরকারদলীয় সংসদ সদস্যদের হইচইয়ের জবাবে গণতান্ত্রিক আচরণের আহ্বান জানান। এতে আরও হইচই শুরু হয়।এক পর্যায়ে সরকার দলের এমপিদের চুপ থাকার আহ্বান জানান ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া। সিরাজ বলেন, রাষ্ট্রপতি তার বক্তব্যে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক উল্লেখ না করায় তাকে ধন্যবাদ জানানো যাচ্ছে না।
এমপি সিরাজ তার বক্তব্যে স্বাস্থ্য ও আর্থিক খাতেরও সমালোচনা করেন। তিনি বলেন, টাকা পাচারকারীরা অদৃশ্য ও অধরা রয়ে গেছে। ডেপুটি স্পিকার সবাইকে অনুরোধ জানিয়ে বলেন, সংসদীয় গণতন্ত্রের জন্য সহনশীলতা থাকতে হবে।