ছাত্রলীগ নেতাকে মারধরের প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৪:৩০ অপরাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
নওগাঁ পৌর নির্বাচনের দিন জেলা ছাত্রলীগ সম্পাদক আমানুজ্জামান সিউলকে মারধরের প্রতিবাদ ও দোষীদের বিচারের দাবিতে বিক্ষোভ করেছে জেলা ছাত্রলীগ।
বিকেলে তিন ঘণ্টাব্যাপী শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালন করে তারা। একইসাথে শহরের প্রধান সড়কের কয়েকটি স্থানে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখে নেতা-কর্মীরা। এসময় বিক্ষোভকারীরা বলেন,গতকাল ভোট দিতে যাওয়ার সময় জামাত-বিএনপি ও ফ্রিডম পার্টির নীল নকশায় প্রশাসন তার ওপর হামলা চালায়। এ সময় ছাত্রলীগের আরো বেশকিছু নেতা-কর্মী আহত হয়েছেন। এ ঘটনার সুষ্ঠু বিচার না হলে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারী দেন আন্দোলনকারীরা।