স্বাস্থ্যকর্মীরা ১০ ফেব্রুয়ারি পর্যন্ত কেউ কর্মস্থল ত্যাগ করতে পারবেন না
- আপডেট সময় : ০৭:৪৫:১৩ অপরাহ্ন, সোমবার, ১ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫২১ বার পড়া হয়েছে
টিকাদান কর্মসূচির আওতায় থাকা স্বাস্থ্যকর্মীরা আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত কেউ কর্মস্থল ত্যাগ করতে পারবেন না বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম। এসময় তারা ছুটিও নিতে পারবেন না বলেও জানান তিনি। বলেন, যারা অনলাইনে নিবন্ধন করতে পারবেন না, তাদের সহায়তা করবেন, মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীরা। সকালে জেলা সিভিল সার্জন ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এবং মেডিকেল কলেজের পরিচালকদের সাথে অনলাইন সভা শেষে এসব কথা জানান তিনি।
সকালে রাজধানীর মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরে জেলা সিভিল সার্জন ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এবং মেডিকেল কলেজের পরিচালকদের সাথে অনলাইন সভা শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ শীর্ষ কর্মকর্তারা।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম বলেন, মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীরা টিকা কার্যক্রম এগিয়ে নিতে প্রস্তুত আছে। এখন পর্যন্ত বিশ হাজারের বেশি মানুষ টিকা পেতে নিবন্ধন করেছেন।
এক প্রশ্নের জবাবে তিনি জানান, হাঙ্গেরি বা অন্য দেশকে টিকা দেয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানে না স্বাস্থ্য অধিদপ্তর।