২ দিন বন্ধের পর বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি রফতানি শুরু
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫২৪ বার পড়া হয়েছে
২ দিন বন্ধের পর বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি রফতানি শুরু হয়েছে
৫ দফা দাবির ২টি দাবি মেনে নেয়ায় কর্মবিরতি প্রত্যাহার করেছে জীবন-জীবিকা কমিটি। ভারতের পেট্রাপোল বন্দরের শ্রমিকরা অবরোধ কর্মসূচি প্রত্যাহার করায় যশোরের বেনাপোল বন্দরের সঙ্গে বাণিজ্য সচল হয়েছে। শ্রমিকরা রোববার এবং সোমবার দুই দিন কর্মবিরতি পালন করলে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ হয়ে যায়। এতে শত শত পণ্যবোঝাই ট্রাক আটকা পড়ে। বেনাপোল স্থল বন্দরের পরিচালক মোহাম্মদ আব্দুল জলিল জানান, সোমবার সন্ধ্যায় আন্দোলকারীরা তাদের অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেন।