মুরগির খামারে সাফল্যের পর বায়োফ্লকে মাছ চাষের স্বপ্ন নড়াইলের শিহাবের
- আপডেট সময় : ০৮:৩৮:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫২৮ বার পড়া হয়েছে
বায়োফ্লক পদ্ধতিতে ঘরের মাঝেই মাছ চাষে সাফল্যের স্বপ্ন দেখছেন নড়াইলের খামারী শিহাব উদ্দীন। আত্মপ্রত্যয়ী এই যুবক চাকরির পেছনে না ঘুরে নিজ বাড়িতে লেয়ার মুরগির খামার গড়ে এরই মধ্যে সাফল্যের মুখ দেখেন। তিনি মনে করেন, চাকরির পেছনে সময় নষ্ট না করে কৃষি খামারের মাধ্যমে কর্মসংস্থান ও আয় বাড়ানো সম্ভব।
১৪ বছর আগে স্নাতক পাশ করার পর, মাত্র ২০ হাজার টাকা নিয়ে লেয়ার মুরগির খামার শুরু করেন শিহাব উদ্দীন। মুরগি পালনের প্রশিক্ষন ও মেধা কাজে লাগিয়ে ধীরে ধীরে সফলতার দিকে এগোতে থাকেন। এখন তার খামারে এক হাজার মুরগি রয়েছে। প্রতিদিন গড়ে আট শতাধিক ডিম পান।
সব খরচ বাদ দিয়ে প্রতিমাসে ৫০হাজার টাকা লাভ থাকে। এখন তার পূঁজি হয়েছে ৩০ লাখ টাকার মতো। শিহাব জানান, পাঁচ লাখ টাকা খরচ করে খামার গড়ে তুললে মাসে ৫০ হাজার টাকা আয় করা সম্ভব। এই শিল্পকে টিকিয়ে রাখতে বিভিন্ন সমস্যা সমাধানেরও দাবি জানান তিনি।
মুরগি খামারে সফলতার পাশাপাশি নতুন করে বায়োফ্লগ পদ্ধতিতে মাছ চাষ শুরু করেছেন তিনি। ঘরের মধ্যে অল্প জায়গাতেই এই পদ্ধতিতে মাছ চাষ করা সম্ভব। তিন শতাংশ জায়গায় চারটি চৌবাচ্চা তৈরি করে তিনি কই, তেলাপিয়া, মিররকার্প, পাঙ্গাস ও শিং মাছ চাষ করছেন। খরচ বাদে বছরে তিন লক্ষাধিক টাকা লাভের স্বপ্ন দেখছেন তিনি।
তার খামারে কাজ করছে এলাকার তিন বেকার যুবক। এভাবে আরো খামার তৈরি হলে বেকারদের কর্মসংস্থান হবে বলে আশা করেন তারা।
খামারি শিহাবকে বিভিন্ন পরামর্শ দিয়ে সহযোগিতা করছে জেলা প্রাণিসম্পদ বিভাগ।
শুধু বিদেশ গমন বা চাকরি নয়, খামারেও বেকার সমস্যা সমাধান হতে পারে বলে মনে করে সংশ্লিষ্টরা।