মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর মার্কিন নিষেধাজ্ঞা আরোপের হুমকি বাইডেনের
- আপডেট সময় : ০৮:৪৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
মিয়ানমারের সামরিক বাহিনী দেশটির ক্ষমতা গ্রহণের পর আবার মার্কিন নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। গত নভেম্বরের নির্বাচনে ভূমিধ্বস বিজয়ের পর অং সান সুচি’র দলের বিরুদ্ধে নির্বাচনে জালিয়াতির অভিযোগ এনে সূচিসহ অন্য শীর্ষ নেতাদের আটকে সেনাবাহিনী আবার সামরিক শাসন জারি করায় এ হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র।
মিয়ানমারে সামরিক বাহিনী নিয়ন্ত্রিত গণতন্ত্র শুরু হওয়ায় দেশটির ওপর প্রায় এক দশক আগের অবরোধ তুলে নিয়ে সেখানে বিনিয়োগ ও বাণিজ্য শুরু করে যুক্তরাষ্ট্র। তবে সামরিক বাহিনী আবার দেশটির ক্ষমতা গ্রহণের পর মার্কিন প্রেসিডেন্ট বাইডেন বলছেন, যেখানেই গণতন্ত্র হামলার মুখে পড়বে, সেখানে যুক্তরাষ্ট্র অবশ্যই গণতন্ত্রের পক্ষে দাঁড়াবে। তাই সামরিক বাহিনীর উচিত হবে না জনগণের মতামত বা গ্রহণযোগ্য একটি নির্বাচনের ফলাফল বাতিল করা। এমন পরিস্থিতিতে জরুরি বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদও।
এদিকে অভ্যুত্থানের নিন্দা জানিয়েছেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। অং সান সু চিকে গ্রেপ্তার ও কারারুদ্ধ করাকে ‘বেআইনি’ বলে বর্ণনা করেন তিনি। জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস বলেছেন, সেনাবাহিনীর এই পদক্ষেপ দেশটির গণতান্ত্রিক সংস্কারের জন্য গুরুতর আঘাত।
একই ধরনের নিন্দা করেছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারাও। আর চীন- সব পক্ষকে বিরোধ মিটিয়ে ফেলার তাগিদ দিয়েছে।
সামরিক বাহিনী আবারো মিয়ানমারের রাষ্ট্রীয় ক্ষমতা দখলের পর থেকে দেশটির অধিকাংশ স্থানে এখনো টেলিফোন ও ইন্টারনেট সংযোগ বন্ধ। দেশটির সবচে’ বড় এবং গুরুত্বপূর্ণ শহর– ইয়াঙ্গুন এবং বিমানবন্দর বন্ধ করে রাখা হয়েছে। শহরটির আশেপাশের এলাকাগুলোর সাথেও সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। আঞ্চলিক পার্লামেন্ট এবং আঞ্চলিক সরকারি অফিসগুলোর দখল নিয়েছে নিরাপত্তা বাহিনী। বেসামরিক কর্মকর্তাদের এসব দপ্তরে ঢুকতে দেয়া হচ্ছে না। শহরের বিভিন্ন স্থানে সামরিক বাহিনীকে নিরাপত্তা টহল দিতে দেখা গেছে।