বর্ডারে আটকে পড়ায় অসাধু ব্যবসায়ীরা চালের দাম বাড়িয়ে দিয়েছে
- আপডেট সময় : ০১:৪১:৪২ অপরাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৩০ বার পড়া হয়েছে
বর্ডারে আটকে পড়ায় অসাধু ব্যবসায়ীরা চালের দাম বাড়িয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। এ সব অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছেন তিনি।
সকালে রাজধানীর ইস্কাটন গার্ডেনে প্রবাসী কল্যাণ ভবনে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাইকার সাথে ট্যাকনিক্যাল অ্যাসিসটেন্ট প্রজেক্ট বিষয়ক চুক্তি সই অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। সীমান্তে চালের ট্রাক আটকে থাকায় অসাধু ব্যাবসায়ীরা চালের দাম বাড়াচ্ছে বলেও জানান সাধন চন্দ্র মজুমদার। ব্যবসায়ীদের মুনাফা কম করে চালের বাজার সহনীয় রাখার আহবান জানান মন্ত্রী। এছাড়া তিনি আরো বলেন, নিরাপদ খাদ্য ব্যবস্থাসহ বিভিন্ন উন্নয়ণ কর্মকান্ডে জাইকা বাংলাদেশের পাশে রয়েছে।মুজিব শতবর্ষে দেশের মানুষকে নিরাপদ ও ভেজালমুক্ত খাবার নিশ্চিতসহ সরকারের দেয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি।