প্রকল্প বাস্তবায়নে সময় ও বাড়তি অর্থব্যয় নিয়ে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৭:৪৪:০০ অপরাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
যারা প্রকল্প বাস্তবায়নে গাফিলতি করে সময় ও অর্থব্যয় বাড়িয়েছে, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক ব্যক্তি একাধিক প্রকল্পের দায়িত্বে থাকায়ও ক্ষোভ প্রকাশ করেন তিনি। সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি- একনেক সভায় তিনি এ নির্দেশনা দেন। সভায় ১১ হাজার ৩২৪ কোটি টাকা ব্যয়ে আটটি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেয়া হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি- একনেক সভা। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এবং সংশ্লিষ্ট মন্ত্রীরা শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে আয়োজিত একনেক বৈঠকে অংশ নেন। বৈঠকে দুটি সংশোধিত এবং ছয়টি নতুন প্রকল্প অনুমোদন করা হয়।
সভাশেষে অনুমোদিত প্রকল্পগুলোর বিস্তারিত তথ্য তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি জানান, প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা ও ব্যয় বাড়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করে প্রধানমন্ত্রী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন।প্রধানমন্ত্রী যোগাযোগ অবকাঠামো নির্মাণে দূরদর্শী, দীর্ঘমেয়াদী ও জনবান্ধব পরিকল্পনা গ্রহণের নির্দেশ দেন।
পরিকল্পনামন্ত্রী আরো জানান, প্রকল্পের মান নিশ্চিত করতে প্রকল্প এলাকায় পরিচালকদের থাকা এবং আঞ্চলিক মাস্টারপ্ল্যান তৈরীর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।