মিয়ানমারের সেনা অভ্যুত্থান নিয়ে নিন্দা প্রস্তাবে ভেটো দিয়েছে চীন
- আপডেট সময় : ০৮:৪৩:২২ অপরাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫২৬ বার পড়া হয়েছে
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে মিয়ানমারের সেনা অভ্যুত্থান নিয়ে নিন্দা প্রস্তাবে ভেটো দিয়েছে চীন। সেনাবাহিনী ক্ষমতা দখলের একদিনের মাথায় মঙ্গলবার ভিডিও কনফারেন্সে রুদ্ধদ্বার বৈঠকে মিলিত হয় নিরাপত্তা পরিষদ। গতরাতে এই আলোচনা শুরু হয়।
বিবিসি জানায়, চীন সমর্থন না দেয়ায় নিন্দা প্রস্তাবের যৌথ বিবৃতি দিতে ব্যর্থ হয়েছে নিরাপত্তা পরিষদ। ভেটো ক্ষমতা থাকায় এ প্রস্তাব আটকে দিযেছে চীন। সোমবার ক্ষমতাসীন দল- এনএলডি নেত্রী অং সান সু চিসহ শীর্ষ রাজনীতিকদের গ্রেফতারের পর সামরিক অভ্যুত্থানের ঘোষণা দেয় দেশটির সেনাবাহিনী। এরপর সেখানে আগামী এক বছরের জন্য জরুরি অবস্থা ঘোষণা করা হয়। অভ্যুত্থানের পর একটি নতুন সুপ্রিম কাউন্সিল গঠন করেছে মিয়ানমারের সেনা কর্মকর্তারা, যে কাউন্সিলের অধীনস্থ থাকবে মন্ত্রিসভা। অন্যদিকে মিয়ানমারের ঘটনা সামরিক অভ্যুত্থান নয় মন্তব্য করে চীন বলেছে এটা মন্ত্রিসভার রদবদল মাত্র।