স্থায়ী কমিটির বৈঠক আর সংবাদ সম্মেলনে আটকে আছে বিএনপির রাজনীতি
- আপডেট সময় : ০১:৫১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
অধিকার আদায়ে রাজপথের আন্দোলন বাদ দিয়ে শুধু স্থায়ী কমিটির বৈঠক আর সংবাদ সম্মেলনে আটকে আছে বিএনপির রাজনীতি। মাঠ পর্যায়ে কোনো সক্রিয় কর্মসূচি না থাকায় কেন্দ্রীয় নেতাদের সাথে দূরত্ব বাড়ছে তৃণমূল নেতাকর্মীদেরও। আর অভ্যন্তরীণ কোন্দল ও সঠিক নেতৃত্বের অভাবে নির্বাচনগুলোতে চরমভাবে ভোট-বঞ্চিত হচ্ছে প্রার্থীরা। যদিও ব্যর্থতা এড়াতে কেবল সরকারের ওপরই দায় চাপিয়ে পার পেতে চাইছেন বিএনপি নেতারা।
১/১১ এর পর অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্তহীনতায় নানা সংকটে রয়েছে বিএনপি।২০১৪ ও ২০১৮ সালের সংসদ নির্বাচন ও খালেদা জিয়ার মুক্তির আন্দোলনসহ বিভিন্ন ইস্যূতে নীতি-নির্ধারণী ফোরামের কর্মকাণ্ডে ধীরগতিতে সংকট আরো তীব্র হয়েছে।অভ্যন্তরীণ কোন্দলেও সরকারের বিরুদ্ধে বিভিন্ন ইস্যূতে বিএনপির আন্দোলন গড়ে তুলতে ব্যর্থ হয়েছে। মেজর হাফিজ ও শওকত মাহমুদকে শোক’জ করায় দ্বন্দ্বটি প্রকাশ্যে আসে। দলের নেতৃত্বের সংকট ও সিদ্ধান্তহীনতায় এমন অবস্থা তৈরী হলেও তা মানতে নারাজ এই বিএনপি নেতা। (আগের থেকে অনেক শক্তিশালী বিএনপি)
তৃণমূলে ব্যাপক জনসমর্থন থাকার পরেও সরকার-বিরোধী শক্ত অবস্থান তৈরী করতে পারেনি বিএনপি। তবে দলের অন্তর্দ্বন্দের অভিযোগ নাকচ করেন আমীর খসরু মাহমুদ। আগের তুলনায় বর্তমানে অনেক শক্তিশালী বলে মনে করেন তিনি।২০২০ সালের শুরুতে ঢাকা সিটি নির্বাচনে অংশ নিয়ে দলকে সুসংগঠিত করার উদ্যোগ নেয়া হলেও করোনার কারণে তা থমকে পড়ে বলে মনে করেন বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় আন্দোলনকে শক্তিশালী না করে বরং সরকারের সমালোচনায় ব্যস্ত বিএনপি।