মানহানির মামলায় তারেক রহমানের ২ বছরের কারাদণ্ডের আদেশ
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৪:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫২৫ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে নড়াইলে এক মানহানির মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ২ বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
দুপুরে নড়াইল জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট-২ এর বিচারক আমাতুল মোর্শেদা এই রায় ঘোষণা করেন। মামলায় তারেক রহমানকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়। ৫ বছরের বেশি সময় সাক্ষীদের সাক্ষ্য সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় বিচারক এ দণ্ডাদেশ প্রদান করেন। আসামী তারেক রহমান বর্তমানে লন্ডনে রয়েছন। কালিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার, আওয়ামী লীগ কর্মী শাহজাহান বিশ্বাস এ মামলা করেন। ২০১৪ সালের ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে আয়োজিত যুক্তরাজ্য বিএনপির এক সভায় তারেক রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেন।