কানাডায় বন্দুকধারীর গুলিতে চার বাংলাদেশি আহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
কানাডার টরন্টোতে বন্দুকধারীর গুলিতে চার বাংলাদেশি আহত হয়েছেন। একজনের অবস্থা আশঙ্কাজনক।মঙ্গলবার রাত সাড়ে ১১টায় টরন্টোর রিজেন্ট পার্কের পার্কিং এলাকায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে চার বাংলাদেশি গুরুতর আহত হন।
আহতরা হলেন- পার্লামেন্ট স্ট্রিটের মারহাবা গ্রোসারির মালিক আব্দুল মুমিন, রিজেন্ট পার্ক এলাকার বাসিন্দা আব্দুস ছাত্তার, সুলতান আহমদ এবং গোলাপগঞ্জ ফাউন্ডেশনের সহ-সভাপতি আনাই মিয়া। এর মধ্যে আনাই মিয়ার অবস্থা গুরুতর। এ ঘটনায় কানাডায় প্রবাসী বাংলাদেশিরা ক্ষোভ প্রকাশ করেছেন। দোষীদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবি জানান তারা। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।