উহানের সেই ল্যাব পরিদর্শন করেছে ডব্লিউএইচও’র তদন্ত দল
- আপডেট সময় : ০২:৫০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
করোনা ভাইরাসের উৎস উহানের সেই ল্যাব পরিদর্শন করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ডব্লিউএইচও’র তদন্ত দল। কড়া নিরাপত্তার মধ্যে বুধবার উহান ইন্সটিটিউট অব ভাইরোলজিতে যান তারা।
ডব্লিউএইচও এর ভাইরাস বিশেষজ্ঞ পিটার বেন এম্বেয়ারেকের নেতৃত্বে বিশেষজ্ঞ দলটি উহান ইন্সটিটিউট অব ভাইরাসোলজিতে সাড়ে ঘণ্টার মতো সময় কাটান। বিশ্বজুড়ে ‘ব্যাট ওমেন’ নামে পরিচিতি বিশিষ্ট ভাইরাসবিদ শিন ঝেংগলির সঙ্গেও সাক্ষাৎ করেছেন বিশেষজ্ঞরা। আন্তর্জাতিক গণমাধ্যমসহ বিশ্বের বিভিন্ন নেতা শুরু থেকেই দাবি করছেন যে, উহানে থাকা চীনের ল্যাব থেকেই করোনাভাইরাস শুরু হয়েছে। কারণ ওই ল্যাবে বিপজ্জনক সব ভাইরাস নিয়ে গবেষণা হতো। ২০১৭ সালে চীন উহান প্রদেশে উচ্চ প্রযুক্তিসম্পন্ন এ ল্যাব তৈরি করে। যেখানে ইবোলা, সার্সের মতো বিশ্বের সবচেয়ে বিপজ্জনক কিছু ভাইরাস নিয়ে কাজ করার কথা জানায় বেইজিং। চীনা গবেষকদের দাবি, গবেষণা ল্যাবটি সম্পূর্ণ নিরাপদ। ল্যাবটি উহানের হুনান সামুদ্রিক বাজার থেকে মাত্র ২০ মাইল দূরে অবস্থিত। ভাইরাসে আক্রান্ত প্রথম রোগী ওই বাজারের একজন বিক্রেতা। ভাইরাসটি ছড়িয়ে পড়ার পর গবেষকরা বলে আসছিলেন যে, ভাইরাসটি বন্যপ্রাণী থেকে মানবদেহে এসেছে।