ব্যবসায়ীকে প্রকাশ্যে পিটিয়ে হত্যার ঘটনায় কুমিল্লা ২৩নং ওয়ার্ড কাউন্সিলর কারাগারে

- আপডেট সময় : ০৬:১১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
কুমিল্লার চাঙ্গিনী এলাকার ব্যবসায়ী আক্তার হোসেনকে প্রকাশ্যে পিটিয়ে হত্যার ঘটনায় কুমিল্লা সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ডের কাউন্সিলর আলমগীর হোসেনকে কারাগারে পাঠিয়েছে আদালত।
মামলার সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে গত বছরের ১০ জুলাই মসজিদ থেকে বের করে শত শত মানুষের সামনে কাউন্সিলর আলমগীর হোসেন ও তার ভাইয়েরা আক্তার হোসেনকে আঘাত করলে তিনি মৃত্যুবরণ করেন। হত্যার ঘটনায় তার স্ত্রী রেখা বেগম বাদী হয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় একটি মামলা করেন।
এদিকে, পটুয়াখালীর মির্জাগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আবদুল মান্নান নামে এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছে। স্থানীয়রা জানায়, সকালে ওই এলাকার মসজিদের সড়ক নির্মাণে বাধা দেয় কেতাবালী ও তার ছেলেরা। এসময় মান্নান প্রতিবাদ করলে তার গলায় এবং বুকে ছুরিকাঘাত করে শিপন। স্থানীয়রা তাকে মির্জাগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মান্নানকে মৃত ঘোষণা করে।