দেশের ভাবমূর্তি বিনষ্ট করে সরকার এখন শাক দিয়ে মাছ ঢাকতে চাইছে: ফখরুল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫২৮ বার পড়া হয়েছে
নানা অপকীর্তির মাধ্যমে সরকার দেশের ভাবমূর্তি চরমভাবে বিনষ্ট করে এখন শাক দিয়ে মাছ ঢাকতে চাইছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেপরোয়া সরকার জনগণের দৃষ্টিকে ভিন্নখাতে নিতে একতরফা বিচার প্রক্রিয়া চালিয়ে তারেক রহমানের বিরুদ্ধে প্রতিহিংসার রায় দিয়েছে বলে মন্তব্য করেন তিনি।
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, সরকারের নানা অপকর্ম বিদেশি গণমাধ্যমে প্রকাশিত হলে তার উপযুক্ত ব্যাখ্যা না দিয়ে বরং সেটি ঢাকতে এখন মিথ্যা ও বানোয়াট মামলায় সাজা দিয়ে তারেক রহমানকে সামনে আনা হয়েছে। তিনি আরো বলেন, বৃহস্পতিবার নড়াইল আদালতে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত একটি কথিত মানহানির মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সাজা দেয়ার ঘটনা ন্যাক্কারজনক। ওই রায় প্রত্যাখ্যান করে নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।