কল্যাণ পার্টির নৈশভোজ স্থগিত
- আপডেট সময় : ০৭:৪৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৩১ বার পড়া হয়েছে
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিদেশী কূটনীতিক এবং সুশীল সমাজের নেতৃবৃন্দকে নিয়ে কল্যাণ পার্টির নৈশভোজ স্থগিত করা হয়েছে।
বিকেলে মহাখালীতে কল্যাণ পার্টির কার্যালয়ে জরুরী সংবাদ সম্মেলনে এ কথা জানান, পার্টির চেয়ারম্যান অসরপ্রাপ্ত মেজর জেনারেল মুহাম্মদ ইব্রাহিম বীরপ্রতীক। তিনি বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বৃহস্পতিবার ঢাকার একটি হোটেলে কূটনীতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দকে নিয়ে নৈশভোজের আয়োজন করা হয়। কিন্তু হোটেল কর্তৃপক্ষকে উচ্চ মহল থেকে তা বাতিলের নির্দেশ দেয়া হয়। এরপর হোটেল কর্তৃপক্ষ অনুষ্ঠানের জায়গা দিতে অপারগতা প্রকাশ করলে বাধ্য হয়ে তা বাতিল করতে হয়েছে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠান পালনে বাধা দেয়ার এমন ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান কল্যাণ পার্টি প্রধান জেনারেল ইব্রাহিম। এসময় তিনি বিদেশী গণমাধ্যমে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করে প্রচারিত সংবাদের বিরুদ্ধে জনগনের সামনে সঠিক তথ্য তুলে ধরার আহবান জানান।