চট্টগ্রামের বাকুলিয়ায় বালিবাহী ডাম্পার ট্রাকের ধাক্কায় সিএনজি অটোরিক্সার তিন যাত্রী নিহত
- আপডেট সময় : ০২:৫১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫২৬ বার পড়া হয়েছে
চট্টগ্রামের বাকুলিয়ায় বালিবাহী ডাম্পার ট্রাকের ধাক্কায় সিএনজি অটোরিক্সার তিন যাত্রী নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরো চার জন।
গেলরাতে বাকুলিয়ার রাহাত্তারপুল এলাকার ব্লুমিং পার্ক কমিউনিটি সেন্টারের সামনে এই দুর্ঘটনা ঘটে। বাকুলিয়া থানার ওসি জানান, সিএনজি অটোরিক্সাটি ওই এলাকার একটি সংযোগ সড়ক থেকে ৬ লেইনের মহাসড়কে ওঠার সময় বালিবোঝায় ডাম্পার ট্রাকের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই সিএনজি চালক অহিদ মিয়া নিহত হয়। গুরুতর আহত অবস্থায় বাকি ৬ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে শহীদ মাঝি ও আব্দুল মান্নান নামের আরো দুইজন মারা যান। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
সাভারের আশুলিয়ায় ট্রাক চাপায় সজীব হাওলাদার মোটরসাইকেল আরোহী নিহত। এঘটনায় আহত হয়েছেন আরও একজন। নিহতের মরদেহ করেছে পুলিশ।গেলোরাতে নীবনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সজীব হাওলাদার বরিশাল জেলার হারুন হাওলাদারের ছেলে। সে বর্তমানে ঢাকার একটি মোটরসাইকেল শোরুমের মেকানিক হিসেবে কাজ করতো। সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাত করিম খান জানান, আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকায় মোটরসাইকেল আরোহীসহ দুইজন তারা একটি গাড়ি ওভারটেক করে যাওয়ার সময় পিছন থেকে দ্রুতগামী কার্ভাডভ্যান চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী সজীব হাওলাদার নিহত হন ও তার পিছনের ছিটে থাকা অপর জন আহত হন।
ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ঘাতক চালক ও কার্ভাডভ্যানটি আটক করা হয়েছে।