ভোট কারচুপির প্রতিবাদ এবং গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচনের দাবিতে ৬ মহানগরে সমাবেশ করার ঘোষণা
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৫১:১১ অপরাহ্ন, শুক্রবার, ৫ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫২৪ বার পড়া হয়েছে
ভোট কারচুপির প্রতিবাদ এবং গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচনের দাবিতে ৬ মহানগরে সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি।
সকালে জাতীয় প্রেসক্লাবে চট্টগ্রাম সিটি নির্বাচনে নজিরবিহীন ভোট কারচুপির প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচির কথা বলেন বরিশাল সিটির বিএনপির পরাজিত মেয়র মজিবুল রহমান সরোয়ার। এসময় ঢাকা উত্তর ও দক্ষিণ, চট্টগ্রামর, রাজশাহী,খুলনা ও বরিশাল সিটি নির্বাচনে ক্ষমতাশীন দলের ভোটের অনিয়মের বিরুদ্ধে ৬টি মহানগরে পর্যায়ক্রমে সমাবেশ করা হবে বলে জানান তিনি। এসময় ৬ টি মহানগরে নির্বাচনের অনিয়ন-জালিয়াতি ও বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হামলা দিয়ে ক্ষমতাশীন দলের নেতারা একতরফা ভোট কারচুপি করছে বলেও অভিযোগ করেন এসব সিটিতে বিএনপির মনোনীত মেয়র প্রার্থীরা। এসময় তারা অভিযোগ করেন, প্রশাসন- একতরফা নির্বাচন আয়োজন করে কমিশনকে জনগনের মুখোমুখি দাঁড় করিয়েছে।