জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নির্মল প্রতিবেশ গড়ে তুলতে সরকার কাজ করছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৮:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৩১ বার পড়া হয়েছে
জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নির্মল প্রতিবেশ গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার।
সকালে নওগাঁর মহাদেবপুর উপজেলা পরিষদে এক আলোচনা সভায় একথা বলেন তিনি। মুজিববর্ষ উপলক্ষে জীব বৈচিত্র্য সংরক্ষণ বিষয়ে স্থানীয় প্রশাসন এই সভার আয়োজন করে। অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য সলিমউদ্দিন তরফদারসহ প্রশাসন এবং বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।