তারেক রহমানের নামে আদালতে সাজার রায় ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৬:২১ অপরাহ্ন, শুক্রবার, ৫ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৩২ বার পড়া হয়েছে
তারেক রহমানের নামে নড়াইল আদালতে সাজার রায় ঘোষণার প্রতিবাদে বরিশাল, নাটোর ও ঝিনাইদহে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।
নড়াইলে কথিত মানহানি মামলায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সাজা দেয়ার প্রতিবাদে বরিশালে সমাবেশ করেছে যুবদল ও ছাত্রদল। ছাত্রদল বিক্ষোভ মিছিল করার চেস্টা করলে ব্যানার ছিনিয়ে নিয়ে মিছিলে বাঁধা দেয় পুলিশ।
নাটোরে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনএর নেতাকর্মীরা। দুপুরে শহরের তেবারিয়া এলাকা থেকে মিছিল বের করা হয়।
ঝিনাইদহেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও সহযোগী সংগঠন। জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে মিছিল শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়।