গাইবান্ধায় উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে জেলা মোটর-শ্রমিক ইউনিয়নের নির্বাচন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৭:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৫ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫২৮ বার পড়া হয়েছে
গাইবান্ধায় উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে জেলা মোটর-শ্রমিক ইউনিয়নের নির্বাচন।
শহরের আসাদুজ্জামান বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। ১৭টি পদের বিপরীতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫৩ প্রার্থী। আর ভোটার প্রায় সাড়ে ৪ হাজার। নির্বাচনকে ঘিরে পুলিশের ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে আছেন সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মমিনুল ইসলাম।