আলাদা সড়ক দুর্ঘটনায় নারায়নগঞ্জ ও চট্টগ্রামে ৬ জন নিহত
- আপডেট সময় : ০৭:১৮:২১ অপরাহ্ন, শুক্রবার, ৫ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৩১ বার পড়া হয়েছে
আলাদা সড়ক দুর্ঘটনায় নারায়নগঞ্জ ও চট্টগ্রামে ৬ জন নিহত হয়েছে।
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুরে যাত্রীবাহী দুই বাসের চাপায় তিনজন নিহত হয়েছে। দুপুরে ঢাকা চট্রগ্রাম মহাড়কের কাঁচপুর ব্রীজের নিচে বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, টাইলস মিস্ত্রি আবু সিদ্দিক, অহিদুল ইসলাম ও ব্যবসায়ী সজিব সরকার।পুলিশ জানায়, দুপুরে কাঁচপুর ব্রীজের নিচে এ দুর্ঘটনা ঘটে।
……………
এদিকে, চট্টগ্রামের বাকুলিয়ায় বালিবাহী ডাম্প ট্রাকের ধাক্কায় সিএনজি অটোরিক্সার তিন যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো চার জন। গেলরাতে বাকুলিয়ার রাহাত্তারপুল এলাকার ব্লুমিং পার্ক কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। বাকুলিয়া থানার ওসি জানান, সিএনজি অটোরিক্সাটি ওই এলাকার একটি সংযোগ মহাসড়কে ওঠার সময় বালি বোঝাই ডাম্প ট্রাকের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই সিএনজি চালক অহিদ মিয়া নিহত হয়। গুরুতর আহত অবস্থায় ৬ যাত্রীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে শহীদ মাঝি ও আব্দুল মান্নান মারা যান।