১ হাজার ৫ হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে করোনা টিকা প্রদানের প্রস্তুতি সম্পন্ন
- আপডেট সময় : ০৭:২৫:০৯ অপরাহ্ন, শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৪১ বার পড়া হয়েছে
ঢাকাসহ সারাদেশের এক হাজার পাঁচটি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে রোববার থেকে একযোগে শুরু হচ্ছে করোনা ভাইরাসের টিকা প্রদান কার্যক্রম। টিকা নিতে ইতোমধ্যে তিন লাখ ২৮ হাজার মানুষ নিবন্ধন করেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. এ বি এম খুরশীদ আলম। দেশের প্রতিটি উপজেলায় টিকা প্রদানের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি। কার্যক্রমের প্রথম দিনেই স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ বেশ কয়েকজন মন্ত্রী টিকা নেবেন। বিকেলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর।
দেশব্যাপী একযোগে করোনাভাইরাসের টিকা প্রদান কার্যক্রম সর্বশেষ তথ্য জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে স্বাস্থ্য অধিদফতর।
স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক জানান, টিকাদান কর্মসূচি সফল করতে প্রতিটি কেন্দ্রেই সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।
রোববার সকাল ১০ টায় স্বাস্থ্যমন্ত্রী টিকা নিয়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এর পর ঢাকাসহ দেশের বিভিন্ন কেন্দ্রে জনপ্রতিনিধিসহ বিশিষ্টজনরা টিকা নেবেন বলে জানান খুরশীদ আলম।
স্বাস্থ্য অধিদফতরের অতি: মহাপরিচলক মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, প্রথম টিকা নেয়ার আটাশ দিন পরে আবর দ্বাতীয় ধাপের টিকা দেয়া হবে । এই টিকা কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তিনি।
এ পর্যন্ত যরা টিকা নিয়েছেন তাদের মধ্যে এখন পর্যন্ত বড় কোন সমস্যা হয়নি বলে জানান ,স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা।
যারা অনলাইনে নিবন্ধন করবে তারা প্রতিদিন সকাল ৮টা থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত টিকা নিতে পারবেন।