দিন দিন বাড়ছে পাবনা মানসিক হাসপাতালে রোগীর সংখ্যা
- আপডেট সময় : ০৭:৩৮:২৩ অপরাহ্ন, শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৪০ বার পড়া হয়েছে
দিন দিন বাড়ছে পাবনা মানসিক হাসপাতালে রোগীর সংখ্যা। কিন্তু বাড়েনি শয্যা সংখ্যা। পাশাপাশি জনবলের অভাবসহ নানা সংকটে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। হাসপাতালের সম্প্রসারণে সরকারের দৃষ্টি দেবার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।
মানসিক রোগীর চিকিৎসা ও পুনর্বাসনে ১৯৫৭ সালে অস্থায়ীভাবে পাবনা শহরের শীতলাই হাউজে হাসপাতাল স্থাপন করা হয়। এর দু’বছর পর ১৯৫৯ সালে শহরের হেমায়েতপুরে ১১১ একরের কিছু বেশি পরিমান জমিতে স্থানান্তর করা হয় হাসপাতালটি।
মানসিক রোগের চিকিৎসায় দেশের প্রথম এবং একমাত্র বিশেষায়িত সরকারি হাসপাতাল এটি। প্রাথমিক অবস্থায় পাবনা মানসিক হাসপাতালের শয্যা সংখ্যা ছিলো ৬০টি। এখন বেড়ে হয়েছে পাঁচ’শ। রোগীর চাপ বাড়লেও, বাড়ছে না শয্যা সংখ্যা। রোগীদের পড়তে হচ্ছে নানা বিড়ম্বনায়।
জনবল কম থাকায় চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে বলে জানান, এই চিকিৎসক।
সুস্থ হলেও স্বজনরা নিতে না আসায়, ১৫ থেকে ২০ বছর ধরে হাসপাতালেই রয়ে গেছে অনেকে। এ রকম রোগীর সংখ্যা ১১। তাদের স্বজনদের কাছে ফিরিয়ে দিতে নানা উদ্যোগ নেয়া হয়েছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।
পাবনা মানসিক হাসপাতালের উন্নয়নের দিকে সরকার দৃষ্টি দেবে বলে আশা করে সংশ্লিষ্টরা।