প্রধানমন্ত্রীর কার্যালয়ের শীর্ষ ১১ কর্মকর্তা করোনা ভ্যাকসিন নিয়েছেন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২১:৩৮ অপরাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, এসএসএফ মহাপরিচালক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক ও পরিচালকসহ শীর্ষ ১১ কর্মকর্তা করোনা ভ্যাকসিন নিয়েছেন। দুপুরে ঢাকার আগারগাঁওয়ে নিউরো সাইন্স ইনস্টিটিউটে ভ্যাকসিন নেন তাঁরা।
ভ্যাকসিন নেয়ার পর প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিয়া জানান, সুরক্ষা অ্যাপসে নিবন্ধন করার পর সিরিয়াল অনুযায়ী প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১১ জন শীর্ষ কর্মকর্তা আজ করোনার ভ্যাকসিন নেয়ার সুযোগ পেয়েছেন। ভ্যাকসিন প্রদান কার্যক্রমে সন্তোষ জানিয়ে তিনি বলে, টিকা দেয়ার পর কোন পার্শ্ব প্রতিক্রিয়া কেউ অনুভব করছে না। তাঁর পরে ভ্যাকসিন নেন স্পেশাল সিকিউরিটি ফোর্সের মহাপরিচালক মেজর জেনারেল মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক জোবাইদা নাসরীনসহ অন্য কর্মকর্তারা।