সিরাজগঞ্জে চলন্ত বাসের ধাক্কায় রিক্সাযাত্রী মা ও দুই সন্তান নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫২:৫৮ অপরাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জ পৌর এলাকার কালাচান মোড়ে চলন্ত বাসের ধাক্কায় রিক্সাযাত্রী মা ও দুই ছেলে-মেয়ে নিহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে এনায়েতপুর থেকে সিরাজগঞ্জগামী একটি বাস সিরাজগঞ্জ শহরের কালাচান মোড়ে যাত্রীবাহী একটি রিক্সাকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই রিক্সাযাত্রী- মিরপুর মন্ডলপাড়া মহল্লার মাসুদুর রহমানের স্ত্রী, ইফরাত জাহান রুনি ও তার ১৪ বছরের ছেলে হাদি এবং ৭ বছরের মেয়ে সোয়াইয়া নিহত হয়। আহত রিক্সাচালককে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর চালক বাসটি ফেলে পালিয়ে যায়।